Site icon janatar kalam

রাজ্যের 37 লক্ষ মানুষের উন্নতির জন্য ক্রমাগত কাজ করছে সরকার- বিপ্লব দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবার পর প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-এর নেতৃত্বের প্রতি অগাধ আস্থা দেখানোর জন্য রাজ্যের সমস্ত জনগণের প্রতি অনেক কৃতজ্ঞতা, তাঁর নির্দেশনায় আমরা রাজ্যের 37 লক্ষ মানুষের উন্নতির জন্য ক্রমাগত কাজ করছি।
আগরতলা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনে বিজেপি4 ত্রিপুরার জন্য এটি একটি অসাধারণ জয়, বিজেপি 4 ত্রিপুরা 51টি আসনের মধ্যে 51টি জিতেছে। আগরতলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি প্রচুর আস্থা দেখিয়েছে। ত্রিপুরার সকল জনগণকে এবং বিজেপি4 ত্রিপুরার দেব তুল্য কর্মকর্তাদের প্রতি তাদের স্নেহ ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তাছাড়া তিনি বিজেপি4 ত্রিপুরার কাছে এই ভোটকে আশীর্বাদ হিসাবে বিবেচনা করেন এবং এই আশীর্বাদগুলি রাজ্যের 37 লক্ষ মানুষের উন্নয়নের জন্য আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে বলে জানান এবং আজ ঘোষিত ত্রিপুরার নগর স্থানীয় সংস্থা নির্বাচনের গণভোট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির উন্নয়নমূলক নীতিতে ত্রিপুরার জনগণের বিশ্বাসকে দেখায় ও এটি তার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নীতিতে তাদের বিশ্বাসও দেখায় বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version