জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বহু প্রতীক্ষিত আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হল রবিবার। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে শাসক দল বিজেপি তা বলাই চলে। মোট ৫১ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আগরতলা পুর নিগম নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় মোট ৫১ টি আসনের মধ্যে সবগুলি আসনে জয়ী হয়েছেন ভারতের জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। ভারতীয় জনতা পার্টির ভোটের হার ৫৭.৬৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ভোটের হার ২০.২২ শতাংশ, বামফ্রন্টের ভোটের হার ১৮.১৪ শতাংশ এবং কংগ্রেসের ভোটের হার ১.৭৬ শতাংশ। লড়াই ময়দানের বিরোধীরা অস্তিত্বহীন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই জয় জনগনের জয়, বিরোধীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয়। রাজ্যের প্রধান বিরোধী দলের অস্তিত্ব প্রায় শূন্য, এদিকে নতুন মাঠে নামা জোড়াফুল উঠে এসেছে দ্বিতীয় স্থানে।