Site icon janatar kalam

সমাজের জন্য কাজ করলে যেমন জনগনের মঙ্গল তেমনি সরকারেরও- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কোভিড পরিস্থিতির মধ্যে পূর্বদয়া সামাজিক সংস্থা যেভাবে সমাজের জন্য কাজ করেছেন তা অভাবনীয়। এরকম চিন্তাধারা থাকা এবং সমাজের জন্য কাজ করলে পরে জনগণের যেমন ভালো হয় তেমনি সরকারের বক্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী, শনিবার আগরতলায় ভগৎ সিং যুব আবাস এর পূর্ব দয়া সামাজিক সংস্থার বার্ষিক সাধারণ সভা ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী, পূর্বদোয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নিতি দেব। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রীরা সহ অন্যান্য অতিথিরা। এদিনের বার্ষিক সাধারণ সভা ও ওয়েবসাইট উদ্বোধন এ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন করোনা মহামারী আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে, অনেকেই নিজের আপজনকে হারিয়েছেন, আর মানুষ যদি মানুষের কাজে না আসে তাহলে এই জীবন বৃথা। তাই আমাদেরকে নিজেদের ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে মানুষের জন্য এগিয়ে আসা দরকার বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এই দিনের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদিকা জায়া নীতি দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন সমাজের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সমাজের জন্য কাজ করতে গিয়ে এই ধরনের ঘটনা কোন মতে মানা যায় না বলে জানান তিনি।

Exit mobile version