জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :-
সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিশালগড় থানার পুলিশের নিকট এক ডেপুটেশন এবং পথ সভায় মিলিত হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সদস্যরা এবং বিশালগড় মহকুমার একাংশ সাংবাদিকরা। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে নিজ পেশাগত কাজ সেরে বাড়ি ফেরার পথে বিশালগড় রাউৎখলা চৌমুহনী এলাকায় একদল দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় সাংবাদিক মান্নান হক। বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে রাস্তায় যাতায়াতকারী পথচারীরা তাকে দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। তারপর দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মান্নান হককে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক মান্নান হকের অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি রেফার করে দেয় রাজধানীর জিবি হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তার। আঘাত দেখে অনুমান করা যাচ্ছে লাঠি , রড দিয়ে আক্রমণ করা হয়েছে তার উপর। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিশালগড় থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এর পক্ষে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, অনল রায় চৌধুরী, জয়ন্ত দেবনাথ, সমীর ধর সহ অন্যান্যরা। এদিন মহকুমার অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, গৌতম ঘোষ, আশিষ মিয়া, রাসেল আহমেদ, পাপন দেব, জুয়েল সাহা, জীবন সাহা, মিঠুন মিয়া, সায়ন সাহা সহ অন্যান্যরা। ডেপুটেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরিষ্ঠ সাংবাদিক সুবল দে এই ঘটনার তীব্র নিন্দা জানান, তিনি বলেন এই রাজ্যে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। অন্যদিকে এদিন বিশালগড় থানার সামনে বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয়।