জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটি দুর্ভাগ্যজনক ঘটনা, শুক্রবার একটি সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আগরতলার গুর্খা বস্তি হেরিটেজ পার্কের সামনে। বিশদ বিবরণ অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস একটি ইকো কারকে ধাক্কা দেয়, এরপর একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইকো ও অটোর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার ব্রিগেডকে খবর দেয়। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহত তিনজনকে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন। এই ঘটনায় গোর্খা বস্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।