Site icon janatar kalam

তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে ধর্নায় বসতে চলছে তিপ্রামথা জানালেন প্রদ্যুত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৭ শে নভেম্বর দিল্লির যন্তর মন্তরে গ্রেটার তিপ্রাল্যন্ এর দাবি নিয়ে ধর্নায় বসতে চলেছেন তিপ্রামথা। কেন্দ্রীয় সরকারকে অবগত করানো এবং তার পাশাপাশি এই দাবি যেন মানা হয় সে দিকে লক্ষ্য রেখেই ধর্নায় বসতে চলেছেন। বৃহস্পতিবার আগরতলার রাজ অন্দরে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিপ্রামথার চেয়ারম্যান তথা এমডিসি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা। তিপ্রাল্যান্ডের দাবি আদায়ের জন্য ধর্নায় আগরতলা থেকে পনেরশো লোক নিয়ে যাবেন বলেও জানান তিনি । তাছাড়া পৌরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথা যে সকল প্রার্থী দিয়েছিল সেগুলো নির্বাচনে জয়ী নিয়ে ১০০% আশাবাদী ও তার পাশাপাশি সারা রাজ্য জুড়ে নির্বাচন যে ধরনের করা হয়েছে তার জন্য নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা৷

Exit mobile version