Site icon janatar kalam

ভোট কারচুপির অভিযোগে পূর্ব আগরতলা থানা ঘেরাও তৃনমূলের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আজ পুর নিগম ও নগর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না এই অভিযোগ এনে রাজধানীর পূর্ব আগরতলা থানা ঘেরাও করলো অন্যতম বিরোধী দল তৃনমূল কংগ্রেস। তাদের আরও অভিযোগ ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্ট এবং প্রার্থীদেরকে, তাদের উপর হিংসাত্মক আক্রমণ করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃনমূলের কনভেনার সুবল ভৌমিক বলেন এই নির্বাচন প্রহসনে পরিনত হয়েছে এই নির্বাচন মানা যাচ্ছে না পুনরায় নির্বাচন করা হোক, তাছাড়া তৃনমূল কংগ্রেসের পুলিং এজেন্টের ঢুকতে দেওয়া হচ্ছে না ও মাঝপথে কয়েকজন ঢুকলেও তাদেরকে মেরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এই অত্যাচার থেকে বাদ যায়নি বলে জানান তিনি এবং রাজ্যের প্রশাসন একপ্রকার শাসক দলের হয়ে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ আনেন কেননা রাজ্য তৃনমুলের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেও পুলিশ নিধিরাম সর্দারের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version