জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কেন্দ্রের মোদি সরকার সারাদেশে 8 কোটি মানুষের মধ্যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করেছে, ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2 লক্ষ 72 হাজার পরিবারের হাতে গ্যাস সিলিন্ডার ও চুল্লি তুলে দিয়েছে, অথচ 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার জন্য 3 লক্ষ 33 হাজার গ্যাসের চুল্লি বরাদ্দ করেছিল। তৎকালীন বামফ্রন্ট সরকার একটি গ্যাসের চুলাও ত্রিপুরার মায়েদের হাতে তুলে দেয়নি, এই হচ্ছে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিমাতৃসুলভ আচারণ, সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার বিজেপি মহিলা মোর্চা আয়োজিত এদিনের জনসমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, নারীনেত্রী নিলিমা ঘোষ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।