Site icon janatar kalam

জন শিক্ষা সমাধান ফাউন্ডেশনের সচেতনতা অনুষ্ঠানে মন্ত্রী রামপ্রসাদ পাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জনসংখ্যা বাড়লে পড়ে দেশের যে রকম ক্ষতি হয় তেমন সমাজেরও তাই। জনসংখ্যা যাতে বাড়তে পারে তার জন্য বিশেষভাবে সচেতনতা দরকার। যে কোন সরকার কিংবা রাজনৈতিক নেতৃত্বরা জনসংখ্যা বাড়ার বিষয়ে গুরুত্ব দিয়ে পারবেনা তার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে তাহলেই দেশ ও সমাজের কল্যাণ হবে বলে জানান রাজ্যের সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে জন শিক্ষা সমাধান ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক সচেতনতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, জনশিক্ষা সমাধান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি অনিল চৌধুরী, জনশিক্ষা ফাউন্ডেশন সমাধান এর সাধারণ সম্পাদক কৃষ্ণ মুরারি, কনভেনার মমতা শিগেল সহ অন্যান রা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এইদিন জনশিক্ষা সমাধান ফাউন্ডেশন এর সচেতনতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী বর্তমান জনসংখ্যা কিভাবে কমানো যায় এবং জনসংখ্যা বাড়লে পড়ে দেশও রাজ্যের এবং সমাজের মধ্যে যা প্রভাব পড়ে উনার বক্তব্য তুলে ধরেন। এই দিনের সচেতনতা অনুষ্ঠানে লোকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version