জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ বিলোনীয়ায় বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এদিনের সভায় বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে প্রায় ৭ শ সমর্থক বিজেপিতে যোগদান করে।উন্নয়নের গেরুয়া শিবিরে তাদেরকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিদ্বেষকামী রাজনৈতিক নাট্যাভিনেতারা রাজ্যের উন্নয়নের গতিতে প্রতিবন্ধকতা তৈরীতে উদগ্রীব।রাজ্যের অগ্রগতির প্রতি নারী শক্তির নিরবিচ্ছিন্ন আস্থা, প্রমাণিত করে সরকার সঠিক দিশায় চালিত হচ্ছ। এডিবি-র সহায়তার সহ বিলোনিয়ার আধুনিক নগরায়ন ও সার্বিক বিকাশের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে। রাজ্যের সার্বিক বিকাশের পক্ষে মূল্যবান মতাধিকার আত্মনির্ভর ও সমৃদ্ধশালী ভবিষ্যত সুনিশ্চিতিকরণের সহায়ক। এদিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
