জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনের ১৩ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী প্রদীপ চন্দের সমর্থনে ভাটি অভয়নগরে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা। এদিন উপ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ভোটারদের উন্নয়নের স্বার্থে এবং আধুনিক নগর গড়ে তোলার জন্য বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহবান জানান। তাছাড়া এদিন ভাটি অভয়নগরে এক নির্বাচনী সভায় ৬ পরিবারের ২১ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং চলমান কর্মযজ্ঞে সামিল হওয়ায়, তাদের স্বাগত জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা ।