জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনএসএস যেভাবে সমাজের জন্য কাজ করছে তাতে করে প্রত্যেক ব্যক্তি তাদের সঙ্গ দেওয়া একান্ত প্রয়োজন পাশাপাশি এনএসএস রক্তদান কর্মসূচির সাথেও আরো সামাজিক কাজে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বলে বক্তব্য রাখলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর এর উদ্যোগে এনএসএস রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচি তে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, ইউৎ অ্যাফেয়ার্স এর অধিকর্তা সু বিকাশ দেববর্মা, অধিকর্তা বিপ্লব কুমার দত্ত সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়াবিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,সহ অন্যান অতিথিরা। যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর এর উদ্যোগে এনএসএস এর রক্তদান শিবির পরিদর্শন করেন দপ্তরের মন্ত্রী ও অন্যান্য অতিথিরা। এদিন রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী বলেন এনএসএস যেভাবে জনগণের জন্য সহযোগিতা করছে সেইসাথে আমাদেরও সহযোগিতা করা দরকার তাহলে সমাজের কল্যাণে সবার সহযোগিতায় এগিয়ে আসবে আর এ ধরনের রক্তদান শিবিরের ভূয়সী প্রশংসা করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।