জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স রুমে PMAY-তে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল প্রোগ্রামে যোগ দেন এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার ১ লক্ষ ৪৭ হাজারেরও বেশী সুবিধাভোগীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামিনের অন্তর্গত ৭০০ কোটিরও বেশী টাকা পাঠালেন বলে জানান তিনি। তাছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন আবাস যোজনায় ঘর পাওয়া নাগরিকের অধিকার আর এই অধিকার সুনিশ্চিত করা আমার কর্তব্য। আমাদের একটাই লক্ষ্য সাধারন মানুষকে যেন সরকারি সুযোগ সুবিধার জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়। মাঝখানের কোন ব্যক্তি যেন মানুষের অধিকার ছিনিয়ে নিতে না পারে সেটা সুনিশ্চিত করা এবং দেশের স্বাধীনতা আন্দোলনে উত্তরপূর্ব ভারত ও সারা দেশের জনজাতিদের অনেক বীরেরা আত্মবলিদান দিয়েছে। তাঁদের এই বলীদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এখন থেকে প্রতিবছর ১৫ই নভেম্বর দিনটিকে সারা দেশে জনজাতি গৌরব দিবস রূপে পালন করা হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে জানান তিনি।