জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান এই যুগে বিভিন্ন তথ্য কিংবা নিজেদের কাছের মানুষের সাথে যোগাযোগের এক অন্যতম হল সামাজিক মাধ্যম। এর দ্বারা অনেকে উপকৃত হন আাবার তেমনিভাবে ক্ষতিও হন। বলতে গেলে এই সামাজিক মাধ্যমে অনেকের সাথেই বন্ধুত্ব কিংবা কথা হয় আমাদের, তাছাড়া নতুন প্রেমের সুত্রপাতও হয় এখান থেকেই, প্রেমে যেমন সফলতা থাকে তেমনি ব্যার্থতাও থাকে, আর এই ব্যার্থতার জ্বালা সহ্য করতে না পেরে দ্বিপথে পা দেন অনেকেই। এমনই এক ঘটনা ঘটেছে রাজ্যে। জানা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় তারপর প্রেম। শেষে এক গৃহবধুর প্রেমের টানে ওই প্রেমিকের সঙ্গে ঝগড়া করে। স্বামীর বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে অগ্নিদগ্ধ হন গৃহবধূ ।অগ্নিদ্বগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে আনা হলে কিছুক্ষণ আগে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।