জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা পুরনিগম এর ভোট নিয়ে শনিবার আগরতলার জেলাশাসক এর কনফারেন্স হলে ই ভি এম মেশিন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ভোটের নিয়োজিত কর্মীদের কে, এই দিন ভোট কর্মীদের কে নির্বাচনের সময় ইভিএম মেশিন সহ অন্যান্য নথিপত্র কিভাবে করতে হবে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার অসীম সাহা জানান আগামী ২৫শে নভেম্বর পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে , এই নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনার জন্য প্রিসাইডিং অফিসাররা প্রশিক্ষণ দিয়ে থাকেন , আর এই পক্রিয়ার সাথে যুক্ত থাকেন সেক্টর মেজিস্ট্রেট যাদের দ্বারা নির্বাচন পরিচালনা হয়। তাই পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনের ১-৫১ টি ওয়ার্ডের মধ্যে ৬১ জন সেক্টর মেজিস্ট্রেট থাকেন , সেই সেক্টর মেজিস্ট্রেটদের ভোটিং মেশিন ইভিএম কিভাবে পরিচালনা করা হয় সে বিষয় নিয়ে প্রিশিক্ষন দেওয়া হয়েছে বলে জানান।