জনতার কলম ত্রিপুরা আগরতলাঃ- বেশ কিছুদিন পুর্বে বিরোধী ছাত্র সংগঠন এন এস ইউ আই রাজ্যের উপজাতী ছাত্রছাত্রীদের স্থগিত স্কলারশীপ অবিলম্বে প্রদানের আন্দোলনে জয়ী হবার পর সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড নিয়ে দপ্তরকে অবগত করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আজ ওবিসি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন সংক্রান্ত বিষয় নিয়ে রাজধানী ভোলাগিরিস্থিত ওবিসি ওয়েলফেয়ার দপ্তর এক ডেপুটেশন প্রদান করে এন এস ইউ আই। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রনেতা সম্রাট রায় ৪৮ ঘন্টার মধ্যে যদি দপ্তর রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ত প্রদানের ব্যবস্থা না করেন তাহলে আগামীদিনে আইন অমান্য আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দেন। কেননা বহু গরীব অংশের ছাত্রছাত্রী রয়েছে যারা এই স্টাইপেন্ড দিয়েই নিজের পড়াশুনার খরচ চালান সুতরাং তাদের কথা মাথায় রেখে যেন দপ্তর স্টাইপেন্ড দিয়ে দেয় তার দাবী রাখেন।