জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সমবায় দপ্তর ত্রিপুরা ও রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে আজ রাজধানী প্যালেস কম্পাউন্ড সমবায় দপ্তরে ৬৮তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় জেল দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি বলেন আজ থেকে কেন্দ্র সরকারের আয়োজনে শুরু হয়েছে রাজ্যের সমবায় সমিতির কার্যক্রম। রাজ্যের সাধারন মানুষকে কর্মের মাধ্যমে কিভাবে সহায়তা প্রদান করা যায় এবং সরকারের বিভিন্ন সহায়তা কিভাবি মানুষের কাছে পৌছানো যায় সেদিকে লক্ষ রাখাই হল সমবায় সমিতির মূল ধর্ম বলে জামালেন মন্ত্রী রামপ্রসাদ পাল।