Site icon janatar kalam

পদমর্যাদার সীমাবদ্ধতার বেড়ি ভেঙে ব্যতিক্রমী উদ্ভাবনী কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার বিবেকনগর রামকৃষ্ণ মিশনে রক্তদান শিবির, উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ জন স্বার্থে বিভিন্ন পরিষেবার সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বামীজির নির্দেশিত আত্মবিশ্বাস ও ইতিবাচকতাই নির্ধারিত লক্ষ্য অর্জনের মোক্ষম পথ। রামকৃষ্ণ পরমহংস দেব-সহ বিভিন্ন মনীষীদের জীবনধারা, জাতীয় মানের প্রবেশিকা পরীক্ষায় রাজ্যের সাফল্যের গ্রাফ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যের আধুনিকীকরণে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছি। গতানুগতিকতার উর্দ্ধে উঠে, পদমর্যাদার সীমাবদ্ধতার বেড়ি ভেঙে ব্যতিক্রমী উদ্ভাবনী কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব। তাছাড়া স্বচ্ছ, ডিজিটাল ও আধুনিক মানের পরিষেবার সুফল হিসেবে রাজ্যের ১০০ শতাংশ ভোক্তারাই এখন রেশনিং ব্যবস্থার সুযোগ পাচ্ছেন। দ্রুততম অর্থনৈতিক বিকাশের রাজ্যের মধ্যে অন্যতম ত্রিপুরা বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version