জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সারা বছর মাঠের বাইরে থেকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘুম ভাঙলো ভারতীয় পিপলস কংগ্রেসের। নির্বাচন ছাড়া এই দলগুলিকে দেখায় যায় না বলা চলে , নির্বাচনের আগে লোক দেখানো কর্মসূচি এবং কিছু সংখ্যক লোকেদের সামান্য অর্থের বিনিময়ে যোগদান করিয়ে নির্বাচন কাটিয়ে দেওয়ার পর আড়ালে চলে যান। এমনই চিত্র দেখা গেলো বুধবার, যেখানে আগরতলার দূজয়নগরস্থিত ভারতীয় পিপলস কংগ্রেস পার্টির দলীয় অফিসে এক যোগদান সভায়। সেই সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৫০ পরিবারের মোট ২০০ জন ভোটার ভারতীয় পিপলস কংগ্রেস দলে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয় । এই দিন যোগদান সভা সেরে ভারতীয় পিপলস কংগ্রেস সভাপতি প্রদীপ চক্রবর্তী সংবাদমাধ্যম এর সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পৌরনিগম নির্বাচনে কোন প্রার্থী দেওয়া হয়নি তাই আগামী বিধানসভাতে ভারতীয় পিপলস কংগ্রেস দল প্রার্থী দেবে বলে। বলা বাহুল্য যে দলের নির্বাচনের আগে কোন সারা শব্দ পাওয়া যায় না সেই দল কিভাবে জনসেবায় নিজেদের নিয়োজিত করবে এবং জনসম্পর্ক না থাকলে প্রার্থী বা কথা থেকে বেরোবে তা নিয়ে রইলো প্রশ্ন।