Site icon janatar kalam

যান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল ৪টি প্রাণ

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি:- ভয়াবহ জান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল 4 জন যাত্রী। ঘটনা চড়িলাম পুরানবাড়ি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে TR07c 0411 নম্বরের একটি মারুতি ইকো গাড়ি সোনামুড়া ওরমাই থেকে আগরতলা যাওয়ার পথে চড়িলাম পুরান বাড়ির সামনে এসে একটি গাড়িকে ওভারটেক দিতে গিয়ে উল্টে পড়ে যায় নালার মধ্যে অল্পেতে রক্ষা পেয়েছে 4 জন যাত্রী । বিশালগড় এবং বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস মিলে তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা যায়।

Exit mobile version