Site icon janatar kalam

ডিসেম্বরের মধ্যে চাকরির স্থায়ী সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি ১০৩২৩ শিক্ষক শিক্ষিকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার আগরতলার প্রেসক্লাবে জয়েন্ট মুভমেন্ট কমিটি ও আমরা 10323 যৌথ প্লাটফর্ম এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যৌথ প্লাটফর্মের নেতৃত্ব বিজয়কৃষ্ণ সাহা , ডালিয়া দাসসহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যৌথ প্ল্যাটফর্মের নেতৃত্বরা জানান রাজ্য সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী 10323 শিক্ষকদের স্থায়ী সমাধান করতে হবে। দীর্ঘ বিশ্বাস যাবত কোন বেতন, ভাতা এখন পর্যন্ত আর্থিক সহায়তা নেই পরিবারগুলোর আর্থিক সংকটের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত চাকরির চিন্তা করতে করতে 111 জন প্রয়াত হয়েছেন। শতাধিক শিক্ষক ও শিক্ষিকা বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন। আর্থিক অনটনের জন্য সঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না। বিনা চিকিৎসায় বহু শিক্ষক ও শিক্ষািকা প্রয়াত হয়েছেন কারা চাইছে সরকারের মানবিক দৃষ্টি ভঙ্গি দিয়ে তাদের জন্য চিন্তা করে স্থায়ী চাকরির ব্যবস্থা করেন। সাংবাদিক সম্মেলনে তারা আরো জানান আগামী দশই নভেম্বর দুপুর 12 টায় শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হবে, রাজ্যের সমস্ত চাকরীচ্যুত শিক্ষকদেরকে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয় তারা শিক্ষা অধি কর্তারা নিকট ডেপুটেশন প্রদান করবেন বলে জানান বাইট। বর্তমান সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে স্থায়ী সমাধানের ব্যবস্থা না করলে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা এমনকি পাহাড়, কিংবা সমতলে আন্দোলন গড়ে তুলবেন তার জন্য যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হয় এর জন্য দায়ী থাকবে বর্তমান সরকার প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ ও রেলপথ অবরোধ করতে বাধ্য হবেন তারা বলে জানান।

Exit mobile version