জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীপাবলি বা দেওয়ালী হল একটি পাঁচ দিন-ব্যাপী হিন্দু ধর্মীয় উৎসব। তবে জৈন-শিখ ধর্মালম্বীরাও এই সময়ে একই ধরনের উৎসব পালন করে থাকেন। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোটো মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষ্মী আসেন বলে উত্তর ভারতীয় হিন্দুরা বিশ্বাস করেন। এই দিনটিকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্যকে দীপাবলীর শুভকামনা জানালেন এবং উনি যেন সুস্থ থাকেন এবং আগামী দিনগুলি যেন ভালো ভাবে কাটাতে পারেন তার কামনা করেন।