জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম নির্বাচনে দলের প্রার্থীদের জয় করার উদ্দেশ্যে প্রচারে আগে থেকেই বিরোধীদের কাছ থেকে একধাপ এগিয়ে। গনদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে শুনেছেন তাদের সুবিধা অসুবিধার কথা। গনদেবতাদের মতামতের উপর ভিত্তি করে জয় নিয়ে ১০০% নিশ্চিত হয়ে সুসজ্জিত বিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন ৯ বনমালীপুর কেন্দ্রের অন্তর্গত ৬ টি ওয়ার্ডের মনোনীত প্রার্থীরা। এদিন প্রার্থীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে জনগন তাদের সাথে রয়েছে এবং তারা নিজেদের জয় নিয়ে নিশ্চিত বলে, তাছাড়া বিগত দিনে মানুষ বিরোধী সিপিআইএমের জঙ্গল রাজত্ব দেখেছেন তাই এ থেকে মুক্তি পেতে উন্নয়নের সরকারকে জয় করবেন জনতা বলে মত প্রকাশ করেন। পাশাপাশি এদিন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন যে এবারের পুর নিগম নির্বাচনে জনগন সিপিআইএমকে মুছে ফেলবে এবং বিজেপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্মার্ট সিটির স্বপ্নকে বাস্তবে রুপ দিতে জয়ী প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।