জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী রামনগর ৪ নম্বর রোডস্থিত রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমের উদ্যোগে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিত দত্ত এবং আশ্রম আশ্রম কমিটির সভাপতি দীপক মজুমদার, মন্দির কমিটির সচিব আশীষ পাল সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে এই রক্ত দান শিবিরের উদ্ভোদন করেন বিধায়াক সুরজিত দত্ত। এদিনের রক্তদান উৎসবে এলাকার বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষের সুবিধার জন্য এই রক্তদান, এই ধরণের কর্মসূচিকে শুভেচ্ছা জানান বিধায়ক সুরজিৎ দত্ত পাশাপাশি মন্দির কমিটির সভাপতি বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান পূজার সময়ে রক্তের যোগান মেটাতে এই উদ্যোগ সবাইকে এই সময়ে এগিয়ে এসে রক্তদান করার পরামর্শ উনিদেন এবং মন্দির কমিটিকে আবারো সাধুবাত জানন। তবে দিনের কর্মসূচিতে এলাকার লোকের উপস্থিতি ছিল লক্ষণীয়।