Site icon janatar kalam

শান্তির বাজারেও মহকুমা ভিত্তিক পালিত হলো পন্ডীত দিনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী

জনতার কলম ত্রিপুরা শান্তিরবাজার প্রতিনিধি :-যথাযথ মর্যাদার সহিত শান্তির বাজার মহকুমা ভিত্তিক পণ্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনকরহয়। শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিবেকানন্দ ক্লাবের যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান পালন করাহয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিবেকানন্দ ক্লাব কতৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সিমিতর চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তির বাজার মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধীকারিক রক্ষিত দের্বমা, শান্তির বাজার পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, প্রাক্তন কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, প্রাক্তন কাউন্সিলার স্বপ্না বৈদ্য সহ ক্লাবের সদস্যরা। পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীকে কেন্দ্রকরে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জীবনের বিভিন্ন তথ্য সকলের সামনে উপস্থাপন করেন। আজকের অনুষ্ঠানে আগত লোকজনেরা ব্যাপক উৎসাহের সহিত বক্তাদের বক্তব্য শ্রবন করেন।

Exit mobile version