জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২তম ত্রিপুরা বিধানসভার ১০তম অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অধিবেশণের প্রথম পর্যায়ে নিজ আলোচনায় তুলে ধরেন যে বর্তমান সরকারের আমলে গত সাড়ে তিন বছরে একটিও রাজনৈতিক হত্যা রাজ্যে হয়নি। রাজ্যে বিদ্বেষের রাজনীতি করার যে স্বভাব সৃষ্টি হয়েছিল, বর্তমান সরকারের আমলে তার থেকে মুক্তি পেয়েছে জনগণ। তা বলেননি যে সব ঠিক হয়ে গেছে, কারণ ৩৫ – ৪০ বছর ধরে জাত-পাত, শাসক দল, বিরোধী দল সকল ক্ষেত্রে বিভেদ নীতির পরম্পরা কারা শুরু করছিল সেটা সকলে জানে। সেটা ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি – এর সরকার তৈরি করেনি। আগে মানুষের এফআইআর টুকু করার অধিকার ছিলোনা। বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির ‘সবকা সাথ সবকা বিকাশ’ – দিশাতে রাজ্য সরকার কাজ করছে এবং মানুষ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে।রাজ্য সরকারের কাজের মাধ্যমেই প্রমাণ পাওয়া যায় সবকা সাথ, সবকা বিকাশের। শিক্ষা, স্বাস্থ্য, টিকাকরণ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, মুখ্যমন্ত্রীর ত্রানসামগ্রী বিতরণ সবকিছুতেই সবকা সাথ সবকা বিকাশের ছাপ। ৩৫-৪০ বছর ধরে রাজ্যে যে একদলীয় শাসন ও মানসিকতা সৃষ্টি করা হয়েছিল তার পরিসমাপ্তি ঘটছে বলে মনে করেন তিনি এর জন্য আমি সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানায় ।পাশাপাশি তিনি আরো জানান সম্প্রতি রাজ্যের শান্তি শৃংখলা বিনষ্ট করার এক পরিকল্পিত চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকার এই উন্নয়নবিরোধী চক্রান্তের বিরোধীতা করে। রাজ্য পুলিশের দক্ষতা বৃদ্ধি করতে অপরাধের ধরন অনুযায়ি ইতিমধ্যে ৪টি ইউনিট গঠন করা হয়েছে। সিরিয়াস ক্রাইম ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট, ইকোনমিক অফেন্স ইউনিট, এন্টি নার্কোটিক্স ইউনিটগুলিকে পরিচালনা করবে এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক। তাছাড়া নেশা বিরোধী অভিযান জোরদার করা হয়, বিট পেট্রোলিং এর ব্যবস্থা চালু করা হয়, আগরতলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়, রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের ১০% সংরক্ষণ প্রদান করা হয় ও পুলিশকে আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে।রাজ্যে পূর্বের তুলনায় অনেকাংশে বিভিন্ন অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে। উন্নত হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিছু রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু সরকার রাজ্যে সামগ্রীক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়বদ্ধ। তাই উক্ত ঘটনা সমূহের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সকল ক্ষেত্রেই সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান ।