জনতার কলম ত্রিপুরার আগরতলা প্রতিনিধি :- আমতলী বাজার এলাকায় ওএনজিসির টি এস আর বাহিনীর একটি জিপসি গাড়ি TR01F 3350 নম্বরের একটি বাইককে স্বজুড়ে ধাক্কা দেয় সাথে সাথে আশঙ্কা জনক অবস্থায় গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে বসে। যতদূর জানা যায় গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল যার কারণে এই দুর্ঘটনা ঘটে।