Site icon janatar kalam

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বর্ষ পূর্তি পালন

জনতার কলম ত্রিপুরার আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বর্ষ পূর্তিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা । মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে বড় মাত্রায় সুবিধাভোগীরা এই প্রকল্পের সুফল পাচ্ছেন। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রূপরেখা তৈরী ও পরিকল্পনা স্থির করে, কিভাবে আরও অধিক সংখ্যায় মানুষের মধ্যে এই প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে রাজ্যে মিশন মুডে কাজ চলছে। বিশেষ করে আর্থিক অস্বচ্ছল পরিবারের কাছে স্বাস্থ্য পরিষেবার সমস্ত সুযোগ পৌঁছে দিতে সরকার আন্তরিক। স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি এই ক্ষেত্রের স্থায়ী সমাধানের লক্ষ্যে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মানিত করা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড পরিষেবা দিতে গিয়ে আত্ম বলিদানে মানবতার অনন্য নজির তৈরী করেছেন আশা কর্মী উমা দে ও টিএমসির ল্যাব ট্যাকনিশিয়ান অনিন্দ্য দালাল। তাদের কর্মনিষ্ঠা ও স্মৃতি প্রতি সম্মান স্বরূপ, তাদের প্রতিবারের সদস্যদের সম্মাননা জ্ঞাপণ করি। তাদের এই আত্মত্যাগ, প্রতিটি নাগরিকের হৃদয় গহীনে চির সংরক্ষীত থাকবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

Exit mobile version