জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে 20 দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসাবে রবিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের কার্যালয়ে ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে রাজ্যের কৃষক এবং দেশের সুরক্ষার্থে সীমান্ত প্রহরী সেনা বাহিনীর কাজে নিয়োজিত ছিলেন এমন জওয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহা, বিজেপি সদর জেলা সভাধিপতি ডঃ অলক ভট্টাচার্য মহোদয়সহ সংগঠনের অন্যান্য কার্যকরতারা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহা বলেন ভারতীয় জনতা পার্টি ব্যতিক্রমী সেটা আজ আবারও প্রমাণিত হলো, কেননা দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন কে কেন্দ্র করে সেবা সপ্তাহ হিসেবে কর্মসূচি পালন করে থাকে এবার তা সেবা ও সমর্পিত সপ্তাহ হিসেবে পালন করে চলছে দল। আগামী দিনগুলোতেও রাজ্যের মানুষের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকবে দল বলে জানান তিনি।