Site icon janatar kalam

মহিলা সশক্তিকরণ এর লক্ষ্যে বাই সাইকেল ও সেলাই মেশিন মহিলাদের প্রদান করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান রাজ্য সরকার রাজ্যের নারীদেরকে সর্বগুণ সম্পন্ন করার লক্ষে মহিলা সশক্তিকরনে জোর দিচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে সাব্রুমে স্ব-সহায়ক দলের ৩৪ জন মহিলাকে সেলাই মেশিন ও ২৫ জন মহিলাকে সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বাইসাইকেল প্রদান করা হয়। তার সাথে দিব্যাঙ্গজনকে চলন সহায়ক হুইল চেয়ার ও ২ জনকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন উন্নয়নের প্রশ্নে উপেক্ষিত থাকা নয়, বরং স্বাস্থ্য থেকে শুরু করে সাব্রুমের সর্বাঙ্গীন বিকাশ সাধিত হচ্ছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট, স্পেশাল ইকোনোমিক জোন, ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুসহ একাধিক পরিকল্পনা রয়েছে সরকারের। তাছাড়া সাব্রুমের পাশাপাশি সমগ্র রাজ্যের সমৃদ্ধি ও বিকাশের গতিকে আরও ত্বরান্বিত করছে। তার সঙ্গে সাব্রুম শহরের আধুনিকিকরণ ও উন্নয়নেও একাধিক পরিকল্পনা গৃহীত হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version