জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মানুষ মানুষের বিপদে পাশে দাড়ায় রক্ত কোন কারখানায় তৈরি করা যায় না, রক্ত ছাড়া কোনো মানুষকে বাঁচিয়ে রাখা যায়না তাই এই সময়ের মধ্যে রক্ত দানের মতো মহৎ কর্মসূচি করার জন্য ধন্যবাদ জানান বিরোধী দলনেতা মানিক সরকার।রবিবার ডুকলি প্রতাপগড় শ্রীনগর অঞ্চল কমিটির উদ্যোগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আগরতলার ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। রবিবার আগরতলার ছাত্র-যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর পক্ষ থেকে যে সমস্ত সদস্যরা রক্ত দিলেন তাঁরা প্রত্যেকেই বিগত অনেক দিন থেকেই রক্তদান করে আসছিলেন তাদের এই চিন্তা ধারা জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রক্তদানে এগিয়ে এসে পালন করার কথা বললেন বিরোধী দলনেতা। রবিবার রক্তদান অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন গত 6 সেপ্টেম্বর থেকে যে সন্ত্রাস হয়েছে তার মধ্যে যারা এ কাজের সাথে জড়িত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না, এমনকি যারা ঘটনার সাথে জড়িত নয় তাদের বাড়িতে পুলিশের হানা চলছে। তিনি আরো বলেন যারা সন্ত্রাস করেছে তাদের মধ্যে একটি অংশের লোক এই ঘটনার সাথে জড়িত কিন্তু তারা আগে থেকেই এই রকম ছিলো না তারা রাজনৈতিক শিক্ষার কারনে এই ঘটনা গুলো করেছেন আদতে মানুষের দাবি গুলো কে নিয়ে ব্লকে ডেপুটেশন দেবার সময় তাদের উপর আক্রমণ করেন কিন্তু তারা জানেন না এই দাবিগুলো যুক্তিসঙ্গত এবং বর্তমানে কাজ নেই খাদ্য নেই সেই দাবি গুলো তুলে ধরছেন বিরোধীদল। এদিনের অনুষ্ঠানে বিরোধী দলনেতা মানিক সর্কার ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর অন্যান্য রাজ্যনেতৃত্বরা।