Site icon janatar kalam

“কিসি ভি কমিউনিস্ট ক্যাডারসে গ্যার নেহি, মানিক সরকার তেরা খ্যার নেহি”- প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত দুদিন আগে সোনামুড়া ধনপুর এলাকায় রাষ্ট্রীয় সন্ত্রাসে আহত শাসক দলের কর্মীদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতাল আনা হয় সেই খবর প্রতিমা ভৌমিক এর কাছে পৌঁছাতে তিনি রাজ্যের ছুটে আসেন এবং জিবি হাসপাতালে চলে যান আক্রান্ত বিজেপি কর্মীদের খবর নিতে। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন “কমিউনিস্ট ক্যাডারসে কই গ্যার নাহি মানিক সরকার তেরা খ্যার নেহি”। তাছাড়া তিনি এদিন আরও বলেন কমিউনিস্টদের সন্ত্রাসীমূলক যে আচরণ এদিন তা সমগ্র রাজ্যবাসী লক্ষ করেছেন বলে এবং রাজ্যবাসীর আশীর্বাদে তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভার নেত্রী হয়েছেন তাই এই বিষয়ে ভাবা হবে ও যে সোনামুরাবাসী মানিক সরকার কে পাঁচবারের বিধায়ক এবং চারবারের মুখ্যমন্ত্রী বানিয়েছেন তিনি তাদেরকে আপন করে নিতে পারেননি বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version