Site icon janatar kalam

সর্বশিক্ষা মামলায় রাজ্য সরকারকে 4 সপ্তাহ সময় দিল উচ্চ আদালত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সর্ব শিক্ষা অবমাননা মামলায় ত্রিপুরা উচ্চ আদালতে রাজ্য সরকারকে আগের আদেশ পালনের কথা বলে ৪ সপ্তাহ সময় দিলো। সর্বশিক্ষা শিক্ষকরা বিগত অনেক আগেই রাজ্য সরকারকে তাদের নিয়মিতকরণের দাবি জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার তাদের দাবি না মানা তে সর্ব শিক্ষার শিক্ষকরা উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি হয় সোমবার উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারকে 4 সপ্তাহ সময় দিয়েছে এর মধ্যে সর্বশিক্ষা শিক্ষকদেরকে নিয়মিতকরণ এবং পেনশনসহ সমস্ত সরকারি সুবিধা দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতি এদিন আদালতে সর্বশিক্ষার শিক্ষকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান উচ্চ আদালতের শুনানিতে তারা খুব খুশি এবং রাজ্য সরকার এই মামলার চ্যালেঞ্জ জানানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে না বলে জানান সর্বশিক্ষার শিক্ষকরা।

Exit mobile version