জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পশ্চিম জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে রবিবার 5 ই সেপ্টেম্বর সকাল সাড়ে ছটায় ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে সকালে শুরু হয় এই দৌড়। পুরুষদের দুই কিলোমিটার ও মহিলাদের দুই কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। এই ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা এছাড়া দপ্তরের সচিব শরবিন্দু চৌধুরী, অধিকর্তা শুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিনের ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দেশের প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া সুস্থ ইন্ডিয়া যেই বার্তা দিয়েছিলেন তেমন করে রাজ্য সরকারের খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা রাজ্যের খেলোয়াড়দের খেলাধুলার মানকে আরো উন্নততর করে রাজ্যর খেলোয়ার দের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি।