জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ DYFI নতুন নগর অঞ্চল কমিটির উদ্যোগে রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কোনো কিছুর উৎসাহ না থাকলে তার সাফল্য পায় না এবং তার পাশাপাশি রাজ্যের সাংবাদিকদেরও রক্ত দানের মতো মহৎ কর্মসূচির আয়োজন করার আহ্বান রাখেন। কেননা যখন মানুষ দেখবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা রক্তদানে এগিয়ে এসেছেন তখন মানুষ অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে। তার পাশাপাশি তিনি বলেন বিগত দিনে আগরতলা প্রেসক্লাব এ ধরনের মহৎ কর্মসূচি বহুবার করেছে। উৎসাহ নেই এই কথাটা ভুল কেননা পরিস্থিতির কারণে এসব হচ্ছে। তাছাড়া তিনি এদিন আরো বলেন বিগত সরকার থাকাকালীন আগরতলা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী কিংবা অধ্যাপকদের বলেছিলেন যে সাধারণ জনগণকে অনুপ্রাণিত করার লক্ষ্যে রক্তদান শিবিরে রক্তদানে এগিয়ে আসার জন্য। এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।