জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর ছোটদের ক্লাস নেওয়া বড়দের জন্য একটি ট্রেডিশন ছিল, চলতি বছর সেই ট্রেডিশন করুণা মহামারীর জন্য স্থগিত রাখা হলো। শিক্ষা দপ্তরের নির্দেশে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল স্কুল গুলি। করোনা মহামারী থাকার কারণে এইবারের শিক্ষক দিবস অন্যান্যবারের মতো স্কুলগুলোর মধ্যে পালন করা হবে না নির্দেশ জারি করেছে শিক্ষা দপ্তর থেকে। বিগত বছর খানেক এর ও বেশী সময় ধরে করোনা ভাইরাস সংক্রমণ দেশ ও রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়িয়েছে তার কারণে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কোন ধরনের ত্রুটি যাতে না থাকে তাই এই বছরের শিক্ষক দিবস পালন করা থেকে বিরত থাকছেন। শনিবার আগরতলার শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাইট করোনা মহামারী বহাল থাকার কারণে দপ্তরের নির্দেশ অনুসারে এই বছরের শিক্ষক দিবস পালন করা হবে না বলে জানান।