জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু এক শ্রমিকের। ঘটনা রাজধানী তালতলা এলাকায়। মৃত শ্রমিককের নাম প্রসেনজিৎ বিশ্বাস বয়স ৩০ বাড়ি বাধারঘাট এলাকায়। প্রত্যেক দিনের মতো আজও প্রসেনজিৎ বিশ্বাস সকালবেলায় কাজের জন্য তালতলা এলাকাতে যায়। সেখানে গিয়ে অন্যান্যদের সাথে কাজ করছিলেন এমন সময় মাথার উপরের বিদ্যুতের তার শরীরের সংস্পর্শে এলে তাকে ঝাটকা দিয়ে ফেলে দেয় , সাথে সাথে অন্যান্য শ্রমিকরা তাকে আই জি এম হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন।