জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার শহর আগরতলার একটি বেসরকারি হোটেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় নেত্রী সুস্মিতা দেব , পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুসহ অন্যান্যরা। এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব সংবাদ মাধ্যমকে জানান বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে এবার যে সংগঠন তৈরী করা হচ্ছে সেটা অন্যরকম হবে কেননা মাঠ চোষে বেরিয়ে জেলাস্তর কিংবা ব্লকস্তরের সভাপতি বিচার করা হবে। শুধু তাই নয় বিভিন্ন জেলায় , বিভিন্ন ব্লকে , গ্রামে গঞ্জে সভা করে মানুষের গ্রহণযোগ্যতা দেখেই নেতৃত্বের ভার দেওয়া হবে বলে জানান তিনি। তাছাড়া এদিন তিনি আরো জানান ত্রিপুরাতে একটি যাত্রার মত হবে এবং এই যাত্রা থেকেই গ্রামের মানুষদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে আগামী সরকার থেকে তাদের কিরকম পাওনার চাহিদা রয়েছে ও তাদের সমস্যা কি রয়েছে বলে। আর তাদেরকে সঙ্গে নিয়েই আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে মা মাটি মানুষের উন্নয়নমূলক সরকার ত্রিপুরাতে গোড়া হবে বলে জানান তিনি।