Site icon janatar kalam

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট মিলিত হল মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস অ্যাসোসিয়েশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা গুরখাবস্তি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক ডেপুটেশনে মিলিত হন। বিগত 5 মাস আগে ল্যাপ টেকনিশিয়ানদের নিয়োগ করার দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট মিলিত হয়েছিলেন সেই সময়ে অধিকর্তা বিষয়টি দপ্তরের মন্ত্রীর নিকট তুলে ধরবেন বলে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনও তারা কোনো রকমের সদুত্তর পায়নি। মেডিকেল ল্যাব টেকনিশিয়ান বেকাররা চাইছেন রাজ্য সরকার যাতে তাদের কন্ট্রাকচুয়াল নিউবনা করে নিয়মিত নিয়োগ করে তাদেরকে চাকরি ক্ষেত্রে মর্যাদা দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার তাদেরকে এখনও সেরকম এর কোনো আশ্বাস দিচ্ছেন না তারই পরিপ্রেক্ষিতে দাবিসমূহ নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট মিলিত হন মেডিকেল টেকনিশিয়ান পক্ষ থেকে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে জানান অতি দ্রুত মেডিকেলে টেকনিশিয়ানদের দাবি পূরণ না হলে পরে তারা আগামী দিনে মন্ত্রীর দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে জানান .

Exit mobile version