জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- শ্রী কৃষ্ণের জন্ম তিথিকে কেন্দ্র করেই প্রতি বছর কৃষ্ণপ্রেমীরা জন্মাষ্টমী পালন করে থাকেন। ভারত বিভিন্ন ধর্মের দেশ। এখানে বারো মাসে তেরো পার্বন দেখা যায়। বছরের প্রতিটি সময়ই কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। ৩৩ কোটি দেব দেবীর মধ্যে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান বিষ্ণুর মানবরূপ শ্রীকৃষ্ণের জন্ম গ্রহণ করেন। তাই এই বিশেষ দিনটিতে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে প্রত্যেক কৃষ্ণপ্রেমী মানুষ। তারই পরিপ্রেক্ষিতে আজ কৃষ্ণজন্মাষ্টমী ও রাজধানী আগরতলা ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতার জন্মদিবস উপলক্ষে ইস্কনের পক্ষ থেকে দুদিনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে, আর এই কর্মসূচীর অঙ্গ হিসাবে পলিউশন ফ্রি ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগরতলা সাইকেল ক্লাব ও ইসকন মন্দির যৌথভাবে ও রাধা ও কৃষ্ণ সাজিয়ে রাজধানীর বিভিন্ন পথে সাইকেলে চড়ে পরিক্রমা করেন এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্যই এই উদ্যোগ বলে জানান মন্দিরের এক সদস্য। তাছাড়া এদিন সন্ধ্যের পর থেকেই মন্দিরে ভজন কীর্তন চলবে এবং শ্রী কৃষ্ণ নামসংকীর্তনের মধ্য দিয়েই দিনটিকে পালন করা হবে বলে জানান তিনি।