জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে আসলেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ত্রিপুরাতে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সেই গণতন্ত্রকে রক্ষা করতে ত্রিপুরার মাটিতে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের কোন প্রকার চোখ রাঙানি কিংবা মামলাতে আমরা ভয় পাই না, ত্রিপুরার মাটিতে ত্রিপুরা জনসাধারণকে ফ্যাসিবাদী এই সরকারের হাত থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এবং তৃণমূল কংগ্রেস দলকে শক্ত করার উদ্দেশ্যে রাজ্যের মাটিতে আসা এবং আগামী 2023 বিধানসভা নির্বাচনে মা-মাটি-মানুষের সরকার তৃণমূল কংগ্রেস কে ক্ষমতার মসনদে বসানোর উদ্দেশ্যে কাজ চালিয়ে যাবেন বলে।