জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-মহামারী পরিস্থিতি কিংবা অন্যান্য পরিস্থিতিতেও রাজ্যের জনগণকে সঠিক তথ্য পরিবেশন করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করে যান এবং সঠিক তথ্য পরিবেশনে কোন প্রকার যেন ত্রুটি না থাকে সে বিষয়েও অবগত হন। তাই রাজ্যের সাংবাদিকদের কথা মাথায় রেখে রাজধানী আগরতলা প্রেসক্লাবে প্রথমবারের মতো শুরু হলো স্বাস্থ্য শিবির, এই স্বাস্থ্য শিবির প্রতি সপ্তাহের রবিবারে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আজ রবিবার প্রথমবারের মত শুরু হল মুক্ত স্বাস্থ্য শিবির আগরতলা প্রেসক্লাবে। এদিন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সংবাদমাধ্যমকে জানান সাংবাদিক সুস্থ থাকলে সুস্থ সাংবাদিকতা করতে পারবেন তাই এই কর্মসূচির মাধ্যমে যেদিকে একটি সাংবাদিকের শারীরিক অবস্থা জানা যাবে তেমনি ভাবে একটি পরিবার সুরক্ষিত থাকবে। তাছাড়া এদিন তিনি আরো বলেন আগামী দিনে কোভিদ টেস্ট থেকে শুরু করে বিনা পয়সায় ঔষধ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে। এদিনের স্বাস্থ্য শিবির কে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।
