Site icon janatar kalam

শাসক দলের বিধায়কের অপরাধজনিত বক্তব্যের প্রতিবাদে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ ত্রিপুরা সম্বন্বয় সমিতির

জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-যাদেরকে প্রলোভন দেখিয়ে, যাদের ভোট দিয়ে রাজ্যে সরকার গঠনে সম্ভব হয়েছে, আজ তাদেরকেই মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে শাসকদলের বিধায়কের দ্বাড়া। আমাদের রাজ্যে যেহেতু অন্য কোন কর্মসংস্থান নেই তাই সরকারি চাকরিজীবীর উপরেই সিংহভাগ মানুষ নির্ভর করছে। বলাবাহুল্য রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা বেশি তাই ক্ষমতার মসনদে বসার উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের সপ্তম এর ললিপপ দেখিয়ে ক্ষমতা দখল করল বিজেপি আইপিএফটি। কিন্তু সরকার গঠন হওয়ার পর যখন দেখা যাচ্ছে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সবই জুমলা, তারপর সরকারি কর্মচারীরা হতাশাগ্রস্ত হয়ে নিজেদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে কর্মসূচি হাতে নিতে থাকে, তখনই ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে দলীয় এক সভায় এলাকার বিধায়ক বিশ্ব বন্ধু সেন দলের যুব মোর্চা কর্মীদের উদ্দেশ্যে বলেন যে সকল সরকারি কর্মচারীরা আওয়াজ তুলছেন বা তুলবেন এরা কিছু পাইনি অথবা এরা বঞ্চিত বলে তাদেরকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হোক বলে। একজন জনপ্রতিনিধির এ ধরনের অপরাধমূলক বক্তব্যে নিজেদের নিরাপদ এর কথা চিন্তা করে প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন কোন প্রকার সাহায্য দিতে নারাজ। তাই বাধ্য হয়ে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ্যের মাননীয় বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অপরাধমূলক বার্তা দেওয়ার প্রতিবাদে পশ্চিম আগরতলা থানায় এফআইআর দাখিল করা হয়। যাদের উপর নির্ভর করে 2018 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হয়েছে শাসক বিজেপি আইপিএফটি জোট আজ তাদের উপরেই আক্রমণ আনা হচ্ছে, এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে “অতি লোভে তাঁতি নষ্ট”। তাই সরকারি কর্মচারীদের যদি এধরনের অবস্থা হয় তাহলে জনসাধারণের কি অবস্থা চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক স্বপন বল সহ সংগঠনের অন্যান্য কার্যকরতারা।

Exit mobile version