জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধিঃ- রাজ্যের খেলাধুলার মান বৃদ্ধি করার লক্ষ্যে উদয়পুরের চন্দ্রপুরে নির্মিত হলো ফুটবলের সিন্থেটিক টার্ফের গ্রাউন্ড। বুধবার রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই মাঠ পরিদর্শনে যান এবং মাঠের সবদিক খতিয়ে দেখেন। এদিন মনোজ কান্তি দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই প্রথম রাজ্যে ফুটবল খেলার জন্য কোন মাঠ নির্মাণ করা হয়েছে ও মাঠের কাজ ও গঠন ভালো হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন এবং এখন এই মাঠ উদ্বোধনের অপেক্ষায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাত ধরে মাঠটিকে উদ্বোধন করে, এই মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে খেলোয়াড়দের জন্য। তাছাড়া তিনি এদিন আরো বলেন রাজ্যের ফুটবল খেলাকে আরো উন্নততর করার লক্ষ্যেই এই মাঠ নির্মাণ করা হয়েছে বলে।