Site icon janatar kalam

লক্ষাধিক টাকার গাজা আটক পুলিশের জালে

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরাবরের মতোই বলে চলেছেন “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার । আর এইদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্লোগানকে বরাবরের মতোই একপ্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই এই করোনা অতিমারীতেও চলছে রাজ্যের রাঘব বোয়াল নেশা কারবারী তথা গাঁজা মাফিয়াদের অবৈধ নেশার রমরমা বাণিজ্য । রাজ্যের গাঁজা মাফিয়াদের রমরমা বাণিজ্যের লাগাম টানা যেন কোনভাবেই সম্ভবপর হচ্ছে না বললেই চলে । এখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্বপ্ন আদৌও যে বাস্তবে কোনদিন পরিপূর্ণ হবেই না সেটা আর বলার অপেক্ষাই রাখলো না । শহরের বিপ্লবী থানাগুলোকে বরাবরের মত শীতঘুমে আচ্ছন্ন রেখেই ফের একবার গাঁজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী । উল্লেখ্য, সাত সকালে একটি ৬ চাকার “TATA” পণ্যবাহী গাড়ি যার নম্বর HR 38 Z 1453 তে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী ASI ইন্দ্রজিৎ দেববর্মার নেতৃত্বে দফায় দফায় তল্লাশি চালিয়ে এই ৬ চাকা পণ্যবাহী গাড়িটি থেকে উদ্ধার করতে সক্ষম হয় ১৫৫ কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট । যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে । ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার সকাল থেকেই তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায় নিত্যদিনের মতো গাড়ি চেকিং করতে বসে । আর ঠিক সেই সময়েই সকাল আনুমানিক ৮ টা ২০ মিনিট নাগাদ রাজধানী আগরতলা থেকে বহিঃরাজ্যে পাচারের জন্য একটি গাঁজা বুঝাই পণ্যবাহী গাড়ি তেলিয়ামুড়ার দিকে হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায় আসতেই ট্রাফিক ডিউটিতে কর্মরত ট্রাফিক পুলিশের ASI ইন্দ্রজিৎ দেববর্মার এই ৬ চাকা গাঁজা বুঝাই পণ্যবাহী গাড়িটির গতি অভিমুখ দেখে সন্দেহ হয় । সঙ্গে সঙ্গেই এই গাড়িটিকে হাওয়াইবাড়ির জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বাহিনীর পুরো টিম গাড়িটিতে দফায় দফায় তল্লাশি চালায় । এই অভিযান চলাকালে পণ্যবাহী ৬ চাকা গাড়িটি থেকে উদ্ধার হয় ১৫৫ কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট । যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা । খবর পেয়েই তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও “TSR” বাহিনী । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানার পুলিশ এই গাঁজা বুঝাই গাড়ি ও গাড়ির চালক রাজেশ কুমার-কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয় । জানা যায় গাড়ির চালক রাজেশ কুমারের বাড়ি হরিয়ানা রাজ্যে । তবে ফের একবার সাত সকালে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশের গাঁজা-বিরোধী অভিযানে নেমে এই বিরাট সাফল্যে তেলিয়ামুড়া মহকুমা জুড়েই খুশির হাওয়া বিরাজ করছে ।

Exit mobile version