জনতর কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ডায়েটে পাঠরত রাজ্যের ৭টি কলেজের ছাত্র-ছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবিতে আজ শিক্ষা ভবন ঘেরাও করল। তারা জানান 2019 সালে তারা ডায়েটে ভর্তি হয়েছেন যার পরিপ্রেক্ষিতে 2021 সালের জুন মাসে তাদের সেশন শেষ, সুতরাং রাজ্যের বিভিন্ন কলেজের লাস্ট সেমিস্টার পরীক্ষার ব্যবস্থাও অনলাইনের মাধ্যমে করা হয়েছে। তাই এ বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা অধিকর্তার নিকট মেমোরেন্ডাম প্রদান করলেও দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনপ্রকার সদোত্তর পাওয়া যায়নি। তাছাড়া এরা আরো জানায় কিছুদিন পূর্বে তাদেরকে অফলাইনে পরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য বলা হয় কিন্তু দেখা গেল যে ফর্ম ফিলাপ করতে গিয়ে ডায়েটের প্রশিক্ষক এবং শিক্ষকরা করোণায় আক্রান্ত হয়েছেন, যদি ফর্ম ফিলাপ করতে গিয়ে এরাও আক্রান্ত হয় তাহলে এর দায়ভার কে নেবে? কেননা ডায়েট এর যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছেন গর্ভবতী। সুতরাং আজ শিক্ষা অধিকর্তা যেন তাদেরকে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এই ঘোষণা দেন তাহলেই এরা ঘেরাও মুক্ত করবেন বলে জানিয়েছেন ডায়েটের এক শিক্ষার্থী।