Site icon janatar kalam

বিভিন্ন দল ছেড়ে ১৮ পরিবারের ৭১ জনের যোগদান তৃনমূল কংগ্রেসে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার তৃণমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। ১৮ পরিবারের ৭১জন ভোটার তৃণমূলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ তরুণ সেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। আইনমন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রতিদিন মা, মাটি, মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রাজ্যের গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ সামিল হচ্ছেন। আতঙ্কিত রাজ্যের শাসক দল। মোহনপুরে বিশিষ্ট শিশু চিকিৎসক বিকাশ রায়ের বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। উনার ভাইয়ের দোকানে তালা দেওয়া হয়েছে। এই তালা এক নেতার কাছ থেকে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটা রাজ্যের জন্য লজ্জার বলে জানান। তিনি আরো বলেন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর আক্রমণ প্রতিহত করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়ির উপর হামলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের গাড়ি ভাঙচুর করেছে পুলিশের সামনে কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চুপ। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কে ছুটি নিয়ে আসবার সময় উল্টো তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ ছয়জনের নামে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ করেছে ওই সমস্ত বিজেপির কর্মীদেরকে পুলিশ এখনো গ্রেপ্তার করেনি রাজ্যে এই ধরনের সরকার কোনদিনও আশা করনি রাজ্যের জনগণ বলে জানান মন্ত্রী মলয় ঘটক।

Exit mobile version