Site icon janatar kalam

রাজ্যে শাসক দল হিংস্র হয়ে উঠেছে- সুবল ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মোহনপুরে বিশিষ্ট শিশু চিকিৎসক বিকাশ রায়ের বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শাসকদলের দুস্কৃতিকারীরা। তার ভাই সুভাষ রায়ের দোকানেও তালা দেওয়া হয়েছে। এই তালার চাবী এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথের কাছ থেকে আনতে বলা হয়েছে। এটা রাজ্যের জন্য লজ্জার বিষয়। কারণ পশ্চিমবঙ্গ থেকে যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ এসে মোহনপুর একটি হোটেলে গিয়েছিলেন। চিকিৎসক বিকাশ রায়ের ভাইয়ের ছেলে এবং এলাকার আরো কয়েকটি যুবক-যুবতী সেখানে জড়ো হয়েছিলেন সায়নী ঘোষকে দেখতে, আর তার জন্য শুক্রবার রাতে বাইক বাহিনী দিয়ে আক্রমণ নামিয়ে এনেছে মন্ত্রী রতন লাল নাথ এর নেতৃত্বে দুর্বৃত্তরা। কিন্তু এভাবে বেশিদিন চলতে পারেনা। চিকিৎসক বিকাশ রায় বহিঃরাজ্য থেকে ফোন করে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এমনকি এলাকার যারা সায়নী ঘোষকে দেখতে এসেছিলেন তাদের বাড়িঘর ভাঙা হয়েছে। এর দ্বারা বুঝা যায় রাজ্যে কতটা হিংস্র হয়ে উঠেছে শাসকদল। শাসক দলের এই ধরনের অমানবিক শাসন ক্ষমতা তীব্র ভাষায় নিন্দা জানায় তৃণমূল কংগ্রেস বলে জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সুবল ভৌমিক।

Exit mobile version