জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাখীবন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারাজীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই-বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাইবোন ছাড়াও জ্ঞাতি ভাইবোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখীবন্ধন উৎসব প্রচলিত। অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখী পরানোর রেওয়াজ রয়েছে। তারই পরিপেক্ষিতে আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে উদ্যোগে বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ান ভাইদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব পালন করা হয় l শনিবার আগরতলার সীমান্ত এলাকায় বিএসএফ ভাইয়াদের হাতে রাখি পরিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাখি বন্ধন এই উৎসব ভাতৃত্ববোধ এবং যারা দেশের সেবায় নিয়োজিত হয়ে সীমান্ত এলাকায় দেশবাসীকে রক্ষা করছেন তারাও এই উৎসবের অংশীদার হন। এই দিন রাখি বন্ধন উৎসব সম্পর্কে বলতে গিয়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান যারা দেশকে রক্ষা করছেন সে সমস্ত ভাইদের কে প্রত্যেকবারই রাখি পরিয়ে দেন এবং দলের সংস্কৃতি কে অক্ষুন্ন রাখতে রাখি বন্ধন উৎসব পালন করেন বলে জানান।