Site icon janatar kalam

যথাযথ মর্যাদায় পালন করা হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 77 তম জন্মদিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্য পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 77 তম জন্মদিন। রাজধানী আগরতলা কংগ্রেস ভবনে মূল অনুষ্ঠানটি করা হয় এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় ও মহিলা কংগ্রেস সহ অন্যান্য কর্মী সমর্থকরা তার পরে গান্দিঘাটে গিয়ে রাজীব গান্ধির স্মৃতিসৌধ তে মাল্যদানও পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য কংগ্রেসের নেতৃত্বরা। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সাইন্স অফ টেকনোলজি এবং কম্পিউটার শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন যার কারণে ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে পৌঁছেয়ে ছিলেন উনার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। বর্তমানে সাইন্স অফ টেকনোলজি কম্পিউটার থাকার কারণে বিশ্বাসের সাথে সাথে দেশের জনগণের জন্য অনেক সুবিধা দায়ক হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই ধরনের কাজে দেশবাসী কিছুটা হলেও উন্নত শিখরে গিয়ে পৌঁছেছে। শুক্রবার আগরতলার কংগ্রেস ভবনের সামনে প্রাক্তন প্রাতঃ রাজীব গান্ধীর 77 তম জন্মদিন পালন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন রাজীব গান্ধীর চিন্তাধারায় দেশ উন্নত শিখরে পৌঁছতে পেরেছে এবং আজকের যে বিশ্ব বিখ্যাত সামাজিক মাধ্যম ফেসবুক তার উন্নয়ন সাধনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কৃতিত্ব রয়েছে বলে জানান, তাই আজকের দিনে দাঁড়িয়ে দেশের বর্তমান সরকারকে তাড়ানোর জন্য দেশে কংগ্রেস সরকারের দরকার তাই 2024 সালে দেশের মোদি সরকার কে হটিয়ে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বলে জানান তিনি।

Exit mobile version